কত আর দ্বার দিয়ে রই,
চোরের কর্ম চুরি করা,
যদি দিয়ে দিস মা অভয়পদ
নিত্যধনে রতেম ভরা!
ওমা,
এ অন্তর পুড়িয়ে ভবে,
সুবাস কিছু উঠল তবে,
ফাঁদ পেতেছে, সিঁধ কেটেছে,
রাত্রে ভাঙে খিড়কি কড়া!
মাগো,
যা যা ছিল আমার বলে,
একে একে চরণতলে
নে মা টেনে, তনয় জেনে
বিশাখ ভনে- দুঃখহরা!
১৬-১০-২০২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন