বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

হরিয়াল

 



কত বট-অশ্বত্থ-পাকুড়ের চিতাগ্নি-ছায়ে 

লুকায়েছে শত ফলাহারী হরিয়াল অনাহারে

চিরতরে- মানুষের জয়রবে প্রশ্ন তুলে,

ভরা দ্বিপ্রহরে জাগা ঘুর্ণির বায়ে-

তারা ঘুমায়েছে যত ইষ্টক-ইমারত-সভ্যতার ধুলে,

মানবের পদপিষ্ট পালকে লেখা হল শোক-গান, 

মানুষের ধরণীতে মানুষই মহাণ;


পাখীরা কেবলই কল্পনায় ভাল। 

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

শেষ কথা

 


তবে অন্তে অনন্তস্নেহে ভাসিয়ো জননী,
এখন এ আঁধারে নিরাধার পাপের তরণী
ডোবে, ভারী কলুষ বাতাস! অপার তরঙ্গে
আমি করজোড়ে অচল মৈণাক কত রঙ্গে
ডুবে যাই ধীরে! অতলে তব অতুলসুধাধারে
অমরত্ব পাব, এমন আশা বক্ষে বেঁধে রই!
এ ব্রহ্মাণ্ডে এই কথা আর কারে কই?


আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...