কত বট-অশ্বত্থ-পাকুড়ের চিতাগ্নি-ছায়ে
লুকায়েছে শত ফলাহারী হরিয়াল অনাহারে
চিরতরে- মানুষের জয়রবে প্রশ্ন তুলে,
ভরা দ্বিপ্রহরে জাগা ঘুর্ণির বায়ে-
তারা ঘুমায়েছে যত ইষ্টক-ইমারত-সভ্যতার ধুলে,
মানবের পদপিষ্ট পালকে লেখা হল শোক-গান,
মানুষের ধরণীতে মানুষই মহাণ;
পাখীরা কেবলই কল্পনায় ভাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন