অযুত দুরিতভারে চলিতে না পারি আর!
শতধারে দুখধারা বহে আঁখি অনিবার।।
প্রতি পলে কত ছলে প্রপঞ্চে পরাভূত,
নাহি দয়া মহামায়া, হেরিয়া পতিত সুত;
হয়েছে বিষয়ব্যাধি, কে করিবে প্রতিকার?
অনঙ্গ অঙ্গার সম, জ্বলিছে অঙ্গে মম,
অপাঙ্গে রক্ষ মম, শ্রীপদে দিয়াছি ভার!
পরে মাগো শরাসনে, কাতরে বিশাখ ভনে,
শবাসনা শেষক্ষণে কোলে কি নিবিনা আর?
১৭ জুলাই, ২০২৫।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন