তোমাকে ভালবেসেছি।
সবচেয়ে কুৎসিত বেদনার নীল পাতাটা খুলেছি।
খুলেছি কলঙ্কের বিস্তৃত অধ্যায়!
আকর্ণবিস্তৃত লাম্পট্যের সুখ, নষ্টামির মন্ত্র,
নোংরামির মুখ হা করে গিলেছি দ্বিধায়
অপরিশ্রুত বিষ, যন্ত্রণার সংবহনতন্ত্র
গড়ে ফেলেছি সমস্ত শরীর!
তোমাকে ভালবেসেছি।
ভালবেসেছি ঘুটঘুটে অন্ধকার।
বিদঘুটে অলীকতায় ডুবেছি জ্বলন্ত লাভায়!
বলেছি "প্রেম শাশ্বত, নিশ্চিত অবিনশ্বর।"
এখন এসব মিথ্যে এসে আমাকে ভাবায়,
"এসব কি ভেবেছিলি বোকাচন্দর!"
তোমাকে ভালবেসেছি।
কলিজা পুড়ে ফেলেছি সিগারেট ফুঁকে!
ফোনের কিপ্যাড থ্যালথ্যালে হয়ে গেছে
আঙুল বিকলাঙ্গ হল- খালি কবিতাই লিখে!
রাত রাত বিধ্বস্ত শয্যার সাথে রচেছি বাসর
আমি শেষ হয়ে গেছি, আমি ছাই হয়ে গেছি
তোমার কাছে কি আর আছে অবসর
এসব শোনার?
তোমাকে ভালবেসেছি।
ভালবেসেছি ধুতুরার রস, ব্রাণ্ডি বোতল নয়!
ভালবেসেছি অনভিপ্রেত উপহাস অপদস্থ হয়ে
ভালবেসেছি দহনকে, ভালবেসেছি অবক্ষয়
মনের নয়, দেহযন্ত্রের!
বিনিময়ে কি পেলাম?
আমি কি পেলাম! সরীসৃপের বিষদন্ত ছাড়া?
কি পেলাম? ফুল? কাঁটা? খোঁচা? খোঁটা?
আর একটা বিষপূর্ণ ধরা?
আর কি?
___________________
ফেব্রুআরি ১৯, ২০১৬।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন