কবিরা ভাববে শুধু প্রকৃতি ও প্রেম........
তারা কেন ভাবতে যাবে পতাকা, মানুষ........
ভীষণ ম্যাদাটে হবে এঁটেল মাটির মত ভেজা বর্ষায়........
কবিরা উড়বে তবু, তারা থাক চিরকাল ঘুড়ি ও ফানুস-
হয়ে কল্পলোকের দেশে সুখের আশায়.........
বুঁদ হয়ে, যার নদী যে স্রোতে ভাসায়....
সেখানেই অলীক পোতাশ্রয় সে-ই খুঁজে নেবে......
একটু শান্তির জন্য আরেকটা যুদ্ধ চাই.....
কলমে যদি অসম্ভব, তবে ক্ষতি কি খঞ্জর নিলে....
এ পিঞ্জিরা বায়ুহীন, এ আকাশে ঠাঁই নাই....
এখানে ক্ষতি কি দু দণ্ড সহিংস হলে.....
রণ ডঙ্কায়?.......
দানবেরা, কে শুনেছে ধর্মের বাণী?......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন