সোমবার, ২৭ জুন, ২০১৬

মিনতি হামারি

প্রেমধনে গরীয়সী এক আনায় গড়িমসি
কেন কর দিতে কিছু আষাঢ়ী আঁধারে!
নগদে আসলে সব শোধ দেব নিশ্চিত
এই বেলা এতটুকু দাও যদি ধারে;
তবে দেবী বেশ দয়া হত!

আগেও নিয়েছি আমি দিয়েছিও কত
আলুথালু ঘুমঘোরে সবই ভুলে গেলে!
সুখের নিদ্রা তবে না করি ব্যাহত
আমিও ঘুমিয়ে পড়ি দুটো হাই তুলে!

ভোর বেলা মনে হলে দিয়ো ফোনে কল,
রাতভর গেমস খেলে খুবই দুর্বল
আমি আরামে ঘুমাই ভোরে আলসের ধাড়ী!
তাড়াতাড়ি ফিরে এসো মিনতি হামারি
সুনো বিনোদিনী রাই.....

শ্যামচাঁদ মথুরায়, তার ফেসবুক নাই
তাই তুমি বোলো না গো খুঁজে দিতে তাকে।
সে হয়ত ঘুমিয়ে গেছে ঝিঁঝিঁদের ডাকে
কোন সন্ধ্যায়....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...