বুধবার, ১ জুন, ২০১৬

কবিতার উক্তি


তোমার সাথে আমার কিছু সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ে আলাপ আছে।
আমার বাড়ি থেকে পশ্চিমদিকে গেলে পাবে একটা সূক্ষ্ম সমুদ্র,
উত্তরদিকে গেলে পাবে কিছু সূক্ষ পাহাড়, এবং
একেবারে দক্ষিণ দিকে গেলে একটা সরু নদী।
পশ্চিম ও উত্তরে যাবার দরকার নেই। দক্ষিণে যেয়ো।
সরু জলবতীর তীরে বসে সেসব সূক্ষ কথা হবে তোমার সাথে।

তোমার সাথে কিছু গুহ্যাতিগুহ্য কথাও বাকী।
মৈথুনোদ্রেকের মত ওসব কথা অতিশয় নিগূঢ়!
আমার বাড়ির ওপরে দেখলে দেখবে একটা গূঢ়ার্থ আকাশ,
বাড়ির নিচে দেখবে একটা গূঢ়মায়া মৃত্তিকাস্থল, এবং
পূবদিকে এগুলে দেখবে একটা অস্পষ্ট অস্তিত্ব;
আসলে ওটাই আমি।

আমাকে যত কম বুঝবে
আমি তত প্রশংসিত হব!

১ মে, ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...