বুধবার, ১ জুন, ২০১৬

চিরঞ্জীব ভাল করে দেখ

চিরঞ্জীব,
বুকের খোলসটার ভেতরে দেখ ভাল করে।
আঁচড়ের দাগ দেখে বলতে পারিস কার নখর?
কার চরম প্রেম ফালাফালা করে গেল আমাকে?
ভাল করে দেখ, কার দু'একটা চুল এখনো লেগে আছে
সৃষ্টিসুখের সর্বনাশ শেষে আমাকে একা রেখে
খোলসটার ভেতর! চিরঞ্জীব, ভাল করে দেখ!

আমার বুকের মাংসে দাঁতের চিহ্ন দেখ!
দেখে বলতো আমি আর কতটা অবশিষ্ট আছি!
কতটা দিন আরও মাংস বেচে খেতে পারি কয়েকশ ঈশ্বর
বিনা সংকটে। ভালো করে দেখ, এখনো বুকে স্যালিভা আছে কার!
কার অতৃপ্ত খঞ্জর ও তার ভোঁতা ব্যবহার
আমাকে অর্ধকর্তিত অস্তিত্ব করে দিয়ে গেল
ভাল করে দেখ!

চিরঞ্জীব, তুই ভাল করে দেখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...