বুধবার, ১ জুন, ২০১৬

অনুকবিতা ৩

অনেকের তো অনেককিছুই থাকে।
আমার সম্বল শুধুমাত্র ভালবাসা ছিল।
বেচতে চাইনি বলে লুট হয়ে গেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...