বুধবার, ১ জুন, ২০১৬

অনুকবিতা ৩

অনেকের তো অনেককিছুই থাকে।
আমার সম্বল শুধুমাত্র ভালবাসা ছিল।
বেচতে চাইনি বলে লুট হয়ে গেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...