বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

অর্থহীন

সবই তো পেলাম এ জীবনে প্রিয়ে,
শুধু অর্থ পেলাম না জীবনের,
অর্থ পেলাম না পকেটের;
পর্যাপ্ত পরিমাণ অর্থবহ হতে অনেকের-
কাছে, আমার আছে অর্থহীনতা
ব্যাপক আকারে আছে মুদ্রা ও মানুষ বিবেচনায়,
চরম অর্থশূন্যতা আমার ভেতরে ও বাইরে
চোখের মধ্যে ও চোখের কোনায়
চোখ রেখে দেখো। সুনিশ্চিত দেখতে পাবে!

২ জুন, ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...