বুধবার, ১ জুন, ২০১৬

অনুছড়া

ঘুম ভাঙলে মধ্য রাতে
ফোনটা তুলে নরম হাতে
বলবে যখন "হ্যালো"!
আমি তখন অর্ধঘুমে
ঠ্যাঙ ছড়িয়ে আমার রুমে-
জবাব দেব দাত খেঁচিয়ে
"ঘুমটা আমার গেলো!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...