বুধবার, ১ জুন, ২০১৬

অনুছড়া

ঘুম ভাঙলে মধ্য রাতে
ফোনটা তুলে নরম হাতে
বলবে যখন "হ্যালো"!
আমি তখন অর্ধঘুমে
ঠ্যাঙ ছড়িয়ে আমার রুমে-
জবাব দেব দাত খেঁচিয়ে
"ঘুমটা আমার গেলো!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...