বুধবার, ১ জুন, ২০১৬

তা তো তুমি জানো

'ভালবাসি না আর' বলে যতবার ফিরে গেছি
যতবার মুখ ঘুরিয়ে চলে আসতে চেয়েছি হনহন বেগে
যতবার মুখে মেখে গনগনে রোদ্দুর কি ভীষণ রেগে
আমি ফিরিয়ে নিয়েছি চোখ, ততবার -
ঠিক ততবারই ভেবেছি কেউ পেছনে দাঁড়ানো কি না,
নিরবে ডাকছে কি না, চোখে কি জলের কণা
কারো জমে জমে বর্ষা এলো কি না
আমার খরায়?

তোমাকে উপেক্ষার কথা বলে আমি অপেক্ষায়
থাকি আমার ভেতর কেঁদে অনেক প্রহর!
তুমি যে শুনতে পাও মেঘ গর্জন
যদিও ভিজতে পারে তোমার শহর
মেঘ ডেকে গেলে- তা তো তুমি জানো!

১৬ মে, ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...