ভুল করে ভালবেসে অতঃপর অনেক ভুলকেও ভালবাসা যায়!
অনেক তলিয়ে যাবার চোরাবালিকে স্বর্গদ্বারের মত প্রার্থিত লাগে!
অনেক নষ্টত্বপ্রাপ্তিকে মনে হয় জীবনের সুখ প্রারম্ভ শুধু,
পৃথিবীকে মনে হয় আমাদের অগ্রভাগে প্রাদুর্ভূত অলীক বলয়!
একদিন ভালবেসে জেনেছিলাম ভালবাসা মস্তিষ্কের ব্যাধি!
যদি না সারে মৃত্যু সুনিশ্চিত, যদি সারে তবে জীবন্মৃতাবস্থা লাভ-
অবধারিত! কোনটা যে শ্রেয় এই দ্বন্দ্বে আমি আজও দ্বিখণ্ডিত,
আমার কবিতাগুলো প্রায় অপলাপ- অনির্দেশ্য; অদেখা বুকের নদী
তিরতির করে ভুল থেকে ভুলের বাঁক ঢেউ খেলে চলে!
তবুও ভালবেসে কিছু ভুল, মানুষ ভুল করতে ভালবেসে ফেলে!
ভুল ভালবাসা অথবা ভালবাসার ভুল অথবা ভালবাসা ও ভুলের
স্বাতন্ত্র্যকরণ করে হৃদয়ের দরজা খুলে যে মানুষ অপেক্ষায় থাকে
সে হয়ত অনেক কিছুই পায়, অথচ যেটা সে পেলো না কোনদিন
সেটা-ই হারায়!
অনেক তলিয়ে যাবার চোরাবালিকে স্বর্গদ্বারের মত প্রার্থিত লাগে!
অনেক নষ্টত্বপ্রাপ্তিকে মনে হয় জীবনের সুখ প্রারম্ভ শুধু,
পৃথিবীকে মনে হয় আমাদের অগ্রভাগে প্রাদুর্ভূত অলীক বলয়!
একদিন ভালবেসে জেনেছিলাম ভালবাসা মস্তিষ্কের ব্যাধি!
যদি না সারে মৃত্যু সুনিশ্চিত, যদি সারে তবে জীবন্মৃতাবস্থা লাভ-
অবধারিত! কোনটা যে শ্রেয় এই দ্বন্দ্বে আমি আজও দ্বিখণ্ডিত,
আমার কবিতাগুলো প্রায় অপলাপ- অনির্দেশ্য; অদেখা বুকের নদী
তিরতির করে ভুল থেকে ভুলের বাঁক ঢেউ খেলে চলে!
তবুও ভালবেসে কিছু ভুল, মানুষ ভুল করতে ভালবেসে ফেলে!
ভুল ভালবাসা অথবা ভালবাসার ভুল অথবা ভালবাসা ও ভুলের
স্বাতন্ত্র্যকরণ করে হৃদয়ের দরজা খুলে যে মানুষ অপেক্ষায় থাকে
সে হয়ত অনেক কিছুই পায়, অথচ যেটা সে পেলো না কোনদিন
সেটা-ই হারায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন