বুধবার, ১ জুন, ২০১৬

মানুষকে মানুষ ভেবে

মানুষের ভেতরে আপ্রাণ মানুষ খুঁজেছি!
একটা মানুষের ভেতরে থাকে ক'জন মানুষ!
আমি দেখে দেখে চমকে যেতাম। এত মানুষ কেন?
আমি মুখোশের পেছনের মুখটা খুঁজেছি।
কখনো মরীয়া হয়ে খুঁজেছি মুখের পেছনে মুখোশ,
আমি মুখ ও মুখোশে গুলিয়ে ফেলেছি সব!
চারপাশে কত মানুষকে দেখেছি কুকুর হয়ে যায়,
সময়ে তারা হয় সাপ ও গিরগিটি,
এমনকি হায়েনা ও শেয়াল!
আবার কুকুরকে দেখেছি মানুষের চামড়া গায়ে,
দেখেছি সাপ খোলস বদলে কেমন মানুষ সাজে,
দেখেছি গিরগিটি মানুষের রঙ নেয়,
হায়েনারা হয় মনুষ্যত্বের প্রবক্তাপুরুষ,
আর শেয়ালেরা মারাত্মক ধর্মপ্রবণ!
এতসব দেখে দেখে আমি রক্তশূন্য হয়ে গেছি!
মনে হয় শিরায় এখন যা বইছে তা পোড়া পেট্রোল,
মানুষকে মানুষ ভেবে, অথবা মানুষকে পশু না ভেবে
যে ভুল আমি আজ অবধি করছি, এ তার ফসল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...