বুধবার, ১ জুন, ২০১৬

শ্যামল কান্তি

তোমাকে ভালবেসেছি,
হাত ধরেছি, চুমু খেয়েছি, জেনা করেছি!
ইয়া আল্লাহ! মসজিদের মাইকে ডাকো জনপদ!
এই হারামীকে কোতল করো! কানে ধরেছি-
শ্যামল কান্তি তুমি মাফ! সহীহ কিতাব পড়ো,
মানুষের অপমানে আল্লাহ খুশী!

মানুষের অধীনতায় আল্লাহ সর্বগ্রাসী,
মানুষের ক্ষুদ্রতায় আল্লাহ সর্বব্যাপী,
মানুষের দীনতায় আল্লাহ রাজাধিরাজ,
মানুষকে ভালবেসে ইয়া আল্লাহ আমি মহাপাপী
আমার শরীরে নেই বান্দার সাজ, আজ
তাই ব্রাত্য হয়েছি হিন্দু মূর্তির মত!

মসজিদের মাইকে ডাকো জনপদ!
আমাকে ভেঙে ফেলো সহীহ গুজব দিয়ে!
শ্যামল কান্তি তুমি মাফ! শ্যামল ঘাসে শুয়ে
স্বাধীন শ্যামল বাংলা দেখেছিলে দুঃস্বপ্নের মত একদিন
'জয় বাংলা' ও রণাঙ্গনোক্ত মুক্তির শপথ
সবই তো আজ তোমার বিপক্ষে গেছে!

১৯ মে, ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...