তুমি জানো না সবকিছু ছেড়েছুঁড়ে যেতে
আমারও কি প্রচণ্ড কষ্ট হয়!
আমি বুদ্ধ অথবা নিমাই হতে তো পারি না,
তাই মোক্ষদ্বার বদ্ধ হবার ভয়
আমার আছে অথবা নেই তাও ভাবি না!
শুধু এক চিলতে ভালবাসার নিচে
আমি বৃষ্টিহীন জ্বলে পুড়ে গেছি জানি।
তবুও ছায়ায় ডুবিনি, দাঁড়িয়ে ছিলাম অপেক্ষায়।
তুমি তো জানো আমি কি রকম অভিমানী,
একটু দেরী দেখেই ঝড় হয়ে গেলাম, তাও দ্বিধায়;
যদি আর কোনদিন আমি শান্ত না হই!
আমি চলে গেলাম, তুমিও কি চলে গেলে?
তুমিও কি তোমার গর্ভজাত আকাশকে ফেলে
যেতে পারো যেখানে সেখানে অনায়াসে?
জানো আমার অনেক বেদনা কাছে জমা,
যদি কখনো সময় আসে, যদি কখনো তোমায় ক্ষমা
করে দেয়া যায় ধারদেনা শোধ দিয়ে তবে বলব সব!
নিরূপমা, জানো, এখনো কত কি সম্ভব-
দু'জনে এক হলে? আরও কতবার তুমি গর্ভধারিণী
হবে কত আকাশের তুমি কি জানো! কত যামিনী
আরও চাঁদের কলঙ্ক মেপে তলিয়ে দেয়া যাবে
চোখের সাগরে- তুমি জানো? জানো না বোধ হয়!
আমারও কি প্রচণ্ড কষ্ট হয়
ছেড়ে যেতে শাড়ীর গন্ধ, চুলের অন্ধকার,
সিঁথির চিরল বাঁক, চুড়ির চঞ্চলতা, তোমার মুখের ডাক
সকাল-বিকাল-রাতে, ধানক্ষেত, সবুজ টিয়ার ঝাঁক,
ইছামতী, তেলেবিল, শিং-মাগুরের ঝিল, মাঝপথে
শীতলার অশ্বত্থ গাছ- শালুমোড়া, আমার নগর, গ্রাম;
আমার নিবাস, ধাম; ঘুমভাঙা আড়মোড়া-
সবখানে তুমি মিশে গেছ!
১০ মে, ২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন