বুধবার, ১ জুন, ২০১৬

মৌ সেন

অস্তমিত ধরণীর আঁধারের ধারে
মৌ সেন, তোমায় আজ কত মনে পড়ে!
কৈশোরে ঈশ্বর প্রেমের ডালায়
দিয়েছিল প্রিয়ংবদা প্রত্যাখ্যান বিষ!
সয়েছিলে যৌবনব্যাপী বিরহের কাঁটা
অপেক্ষার যন্ত্রণায় বলেছ আশিস
বিধাতার পরম সে দয়া!
মৌ সেন, আজ আমার বিনির্মুক্ত বিনিদ্র দেশে
কাউকে পাইনি খুঁজে এত ভালবাসে
তবুও জীবনের অর্গল এসে বেঁধেছে কোথায়
তুমি আজ নেই কেন এমন ব্যথায়!
কি পূজাকে প্রহসন ভেবে
আমি মাটির ঢেলাকে দিয়েছি প্রিয়ে অগাধ সম্মান!
আমার সোনার প্রতিমা গেল অতলান্তে ডুবে
আজ আদ্যোপান্ত সেই পুরা-উপাখ্যান
আমি ভেতরে ভেতরে যাই পাতা উল্টিয়ে।

ক্ষমা করো মৌ সেন, আজ পৃথিবীর দ্বারে
তোমাকে দাঁড়াতে দেখি অবুঝ আঁধারে,
হাতছানি দিয়ে বলো তুমি আর নেই
আমিও ভাবতে চাই এটা সহজেই
অথচ আজ এটা দুরূহ, কঠিন।

১৪ মে, ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...