বুধবার, ১ জুন, ২০১৬

বিশ্বাস ও ভুল

উপদ্রুত অহংএর কাছে এসে শুনলাম
মানুষকে অবিশ্বাস করা পাপ বটে,
বিশ্বাস করা ভুল!
কিন্তু কিছু কিছু ভুলকে আমরা পাপ বলি!
কিছু কিছু পাপকে আমরা বলি ভুল!
আমি অনেকভাবেই বোঝার চেষ্টা করেছি
বুঝিনি একচুল, বিন্দুবিসর্গ কিছুই!

এটা কি আমার অক্ষমতা?
ক্ষুদ্রতা? দীনতা? অজ্ঞতা?
এটা কি আমার অপরিজ্ঞাত বোধোদ্ভূত
নিরালম্ব নিরাশা যা আমার নিত্যসঙ্গী হল?
অথবা আমার দিনগত সঞ্চয়
আলোর সঙ্গে পাঞ্জা লড়ে হারি-জিতি
অন্ধকারেই আসা, ঘুমানোর সুদৃঢ় প্রত্যয়
নিয়ে রাত জেগে থাকা,
যা আমার অস্থিমজ্জা খেলো?
কবিতায় ডুবিয়ে দিয়ে বর্ষায় থৈ থৈ-
রাতে, যে থাকে তন্দ্রালীন, একি সেই প্রেম?

একি সেই অনুভব যা বলেছে-
ভালবেসো, অথচ বিশ্বাস কোরো না!
যাকে বিশ্বাস করাটা খুব প্রয়োজন
তাকে ভাল না বাসলেই তো পারো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...