বুধবার, ১ জুন, ২০১৬

ললিতা

ললিতা,
আমি দপদপ করা সলতের মত
কখন যে নিভে যাব ঠিক নেই।
তুমি ক্ষমা করে দিয়ো।
যদি বিশ্বাস ও ভালবাসাকে তুমি একই দেহে চেয়েছ
তবে আমার চেয়ে ভাল, তুমি একটা কুকুর পুষতে!
আমার ভেতর ঘাটতি ছিল।
আমার ভেতর ঘাটতি ছিল-
তোমার চাইতে বেশী নিজেকে না বোঝার।
এটা যদি তুমি প্রথমেই বুঝতে
তবে তুমি সুখী হতে আর আমাকেই খুঁজতে
অন্য কারো ভেতর!
আমি এখন আত্মপ্রবঞ্চকের দলে পরি,
লোকেরা বলে কবিরা এমনই হয়।
বিশ্বাস কর, সবাই এমন নয়।
সবাই আমার মতন হলে ফুলেরা পাথর-
হয়ে দেবার্চনার কাজে ব্যবহৃত হত!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...