বুধবার, ১ জুন, ২০১৬

ভালবাসা ব্যর্থ হলে

ভালবাসা ব্যর্থ হলে মানুষ চাঁদের আলোয় ঝলসে যায়!
ব্রহ্মাণ্ড মদিরালয় করেও তার নেশা ধরে না কিছুতেই।
'কোকশাস্ত্র' পড়লে মনে হয় 'বৈরাগ্যশতকম্' পড়ছে!

হৃদয় রগড়ে রগড়ে কিছু কিছু ভালবাসা নিষ্কাশন হলে
মানুষ অন্ধত্ব লাভ করে সূর্যোদয়ের প্রাগদেশে হঠাৎ!
বেদনার অধ্যয়ন শেষে মনে হয় সে নির্বাণের পথনির্দেশ পেল।

৫ মে, ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...