বুধবার, ১ জুন, ২০১৬

তুমি এলে এটাই ফাগুন

এই গরমে তোমায় পেলে
কাঠফাটা রোদ মাথায় নিতাম!
ভর দুপুরে উদোল গায়ে
বিলের মাঝে দাঁড়িয়ে র'তাম!
তবুও যদি আসতে তুমি
আইসকিরিমের হাঁক ফাটিয়ে!
সত্যি বলছি জলের পিয়াস
বিদায় দিতাম মার ঝেঁটিয়ে!
তোমার জন্য বৃষ্টি এলেও
থাকতে পারি চাতক হয়ে!
তোমার জন্য ভ্যাপসা গরম
সইতে পারি গলতে গিয়ে!
তবুও যদি আসতে তুমি
আঁচলা ভরা হিমেল বায়ে,
সত্যি বলছি চাইনা বাতাস
তুমিই লাগো আমার গায়ে!
গরমি দিনে তোমার ছোঁয়ায়
লাগলে লাগুক একটু আগুন!
বলছে কারা বোশেখ এটা?
তুমি এলে- এটাই ফাগুন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...