ভালবাসা প্রয়োজন অথবা প্রয়োজনীয় বলে ভালবাসি,
অথবা বিয়োজন অসম্ভব বলে এখনো অনেক কাছাকাছি,
শার্টের বোতামে আঁচল আটকে, কলারে কাজল চুল,
আস্তিনে গুচ্ছ রাত, একান্ত অসংযত বলে হাতে হাত,
আঘাতে প্রত্যাঘাত ফেনিয়ে ওঠে দু'জোড়া ঠোঁট ও উপকূল,
দু-দুটি সমুদ্রের, অগাধ মন্থন, যা কিছু উদগত হয় বুকে,
নিতান্ত অসঙ্গত নয় বলে, প্রিয়তমাসু, তোমার গহীন চোখে
আমি যতটকু দেখি তার সবটুকু সাঁই সাঁই লিখে ফেলি!
আমি বৈশাখের মত উদগ্র বলে তুমি পৌষালী নদীর হাওয়া
আমার মৈষাল খরার দেশ জুড়ে ধীরে বও দখিণা মানিনী!
অক্লান্ত জলকেলি- আগন্তুক পাখির দলে দ্বিপ্রহরের ঝিলে
তোমার রঙিন বাসে, মরালগামিনী, আমি আমাকে খুলে ফেলি
তোমাকে দেখে কাঠফাটা তৃষ্ণায়, তেত্রিশকোটি দেবতা জানে!
কেমন সে দহনজ্বালা, কেমন সে ক্ষুধিত স্ফুলিঙ্গ ওড়ে সন্ত্রাসে,
আমার সমস্ত লুট হয়, আকাশে আকাশে ঘোরে কবিত্ব বৈভব,
নবাঙ্কুরিত ঘাসে কর্ণফুলীর চরে ঘুমায় সুর ভাটার টানে, বিহ্বল!
তুমি কি জানো আমার কর্মফল- কতটা মন্দ হলে এতটা জল
ডিঙোতে হয় তোমার আভাস এলে বাতাসের কানে? তুমি জানো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন