শনিবার, ১৮ জুন, ২০১৬

তোমার কৃতিত্ব

এই বিপুল পৃথিবীর তাবৎ সুখসম্ভারের চেয়ে,
সত্যি বলছি প্রিয়ে, তোমার দুঁফোটা অশ্রু দামী
যা কেবল আমার জন্য ঝরে, আমারই আঘাতে!

ঘর ভাঙবে জেনেও যে বাঁধে ঘর সে আমার ঘরণী,
নইলে আষাঢ়িয়া সাগরের উদোম সৈকতে বল-
কে বা আর চাইতে পারে ত্রিসন্ধ্যা তৃষিত জোয়ার!

ভাল তো বেসেছিল কত পাখি কত খাঁচাকে দাসত্বে,
কেউ তো আকাশ ছেড়ে এলোনা স্বেচ্ছায় তোমার মতন
কেউ তো প্রেম বিনা অন্য কোন শর্তে পড়েনি বাঁধা প্রেমের খাঁচায়!

তুমি তো তাকেও করেছ ব্রাত্য অনায়াসে!
অনায়াসে করেছ অর্পণ- তোমাকে আমার হাতে।
যে হাত নদীকে অভিষিক্ত করে তোমার কাজলে,
তোমার কপোল কাঁপে জলের ধারায়;

আমি তাতে স্নান করে মানুষের ছলে,
ক্রমে ক্রমে একদিন মানুষই হলাম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...