বুধবার, ১ জুন, ২০১৬

একদিন জানলাম- ভুল ছিল

এক অদেখা স্বপ্নের ওপর ছিল অগাধ আস্থা।
ভেবেছিলাম, এই তো আমার বিরাট সম্পদ-
যা দিয়ে কিছুটা আয়াসে ঘর বাঁধা যায়!
ভুল ছিল। নিরতিশয় সুখ চিন্তনে প্রমাদবৎ,
অনেক দ্বিধায়- একদিন জানলাম, ভুল ছিল!

তুমি আর আমার কাছে এসো না, জ্বলে যাবে।
জঠরানল সারাক্ষণ প্রদীপ্ত যদি থাকে কারো,
সে যদি কবিও হয়, তার কাছেও,
সত্যকে মানতে না পারো- তবু বলি;
প্রেয়সী হয়ত হয় স্রেফ মাংসপিণ্ড!

চেয়ো না সংসার আমার কাছে।
আমি কাঠকয়লা অঙ্গার, শুধু চোখদুটো টিকে আছে
আমারই অস্তিত্বের বিলোপ দেখার জন্য।
চেয়ো না কিছুমাত্র সৌন্দর্য্য এখন আমার কাছে
আমার যা ছিল তা নিয়ে ধন্য-
হও, বর্তমানের সব জাতুগৃহে রাখা!

'মানুষ মরে গেলে পচে যায়'
বেঁচে থাকলে সে মরণের প্রক্রিয়াধীন! বেঁচে থাকা-
কতটা অর্থহীন, আমাকে দেখে শেখো,
আমাকে দেখো, জেনে নাও, তুমিও জীবিত কি না
স্বপ্নের মত ঘুমের গভীরে! এই দেখো অমলিনা
অপ্রতিভ আকাশের দূরে এক কোনে
একখণ্ড জল জমে আছে!

২৪ মে, ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...