বুধবার, ১ জুন, ২০১৬

শর্মিষ্ঠা

শর্মিষ্ঠা,
সেই চোখ, কালো তিল, ঠোঁটজোড়া হাসি
ভাল কেন লাগছে এত? না কি ভালবাসি?
এ দ্বিধায় ধুয়ে গেল ষোড়শ সময়
এক যুগ পরে এসে কেন তুমি-ময়
হয়ে যায় কবিতার পাতা?

তোমার আর কোনদিন পড়ে না তো মনে
কোন উদ্ভ্রান্ত কিশোর কবি ক্লাসে এককোনে
বসে কবিতার বাণী গাঁথে, তোমাকে ভাবায়।
কি যে তুমি ভেবেছিলে, - চাঁদের প্রভায়
উদাস হয়ে গো আমি কত যে ভেবেছি।
সেদিন যা বলনি তুমি, আজ বুঝেছি;
অথচ......

১৪ মে, ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...