শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

তুমি আসবে তো?

যদি তুমি আসার আগে এ নদী শুকিয়ে যায়
খেয়াগুলো বেচে দিতে হয় কোন মন্বন্তরে,
বিরহের তবে হয় না তো সীমাসীমান্ত!

নিকুচি করেছে কেউ স্বপ্ন দেখার শখ,
ঝিল পাড়ে কবিতার বুনো নলখাগড়ায়
ভরাট আগুন! উড়ে গেল পঙক্তি মেলে
পানকৌড়ির দল, খয়েরি রঙের বক
ফিরে আর আসে না তো পুরনো ডাঙায়,
যদিও শীতের শেষ, এখানে ফাগুন,
তবে কে আবার কার চোখে নিদ্রা ভাঙায়?

মণ্ডুকের সর্দিজ্বরের মত মানুষের কুম্ভীরাশ্রু
অপ্রাকৃত প্রেমের কখনো লেখে জীবনের গাঁথা,
আমাদের হয় না দেখা কখনো সেখানে, যেখানে
আমাদের হাসির ভীড়ে আমাদের নিঃশব্দ ব্যথা
কোন সূর্য্যের প্রতীক্ষায় থাকে রাত রাত জেগে।

তুমি আসবে তো?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...