বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

মা মাটি আর মানুষ

ওই জেগেছে মমতাময়ীয়- চাঁদপানা মুখ বীরের দল,
সোনার ছেলে যাচ্ছে জেলে- কালোধনের ক্যালমা বল?
মোদী মিয়াঁ মদ্যাপায়ী- মমতাময়ীই আছেন ঠিক!
মা মাটি আর মানুষ গিলে- ঢেঁকুর তোলেন দিগ্বিদিক!
মা সারদার নাম ভাঙিয়ে- মারলে পকেট পূণ্য সব
ওসব কীর্তি তৃণের সমান- মুল ব্যাপারে হচ্ছে ঢপ!
মূল কথাটা হচ্ছে মশাই- মোদীয়ালরা আসল চোর!
তৃণমূলে তপস্বী সব- সবাই মগ্ন তপে রাত্রি ভোর!
কালিয়াচক আর ধুলাগড়ে গ্রাম-গেরামে তপের খেল
মূর্তি ভাঙে, দেউল পোড়ে, ঘর জ্বালাতে অনেক তেল-
খরচ হবে, সে টাকারও- কড়াগণ্ডা যোগান চাই!
খাগড়াগড়ে ফাটল বোমা, সত্যি নাকি? কবে রে ভাই?
মহরমের মিছিল বলে- দেবীর ভাসান বন্ধ হোক!
তিন তালাকের বিধান বাঁচুক, কাদের ভয়ে গিলছি ঢোঁক?
ঢাকায় কারা মানুষ মারে- প্ল্যানিংটা হয় কোলকাতায়
মালদা হয়ে অস্ত্র আসে- আমরা কিছু জানিনে ছাই!
করি গলাবাজীর মন্ত্রবলে- খিস্তি দিয়েই দেশোদ্ধার!
সকালবিকাল বোল পালটে- খুব সেঁজেছি কথার ভাঁড়!
মানুষগুলো গাধার মত- ঘোলা জলেই তৃপ্ত বেশ
মা মাটি আর মানুষ হেঁকে- কব্জা এখন বঙ্গদেশ!







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...