শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

মমতাকাব্য

কাঁদিয়া কহেন দিদি-
'মোদীরে হটাও, আদভানি আসে যদি
তবে বিজেপির সাথে গাঁটরা বাঁধতে
আমার পোবলেম হবে কিসে?
ভারতবর্ষ ডুবতে বসেছে মোদীর চালিত ইসে-
কি যেন কি বলে ডিমনি-ফিমনি কি টাইজেশন,
নোট বাতিলের ফন্দী!
আমার ছেলেরা দুটো টাকা খেল-
অমনি করেছে বন্দী!
ইয়ার্কি নাকি? মগের মুলুক? স্বৈরাচারীতা ভীষণ!
কোথায় গেলে হে রাজ বিদূষক আমার কবীর সুমন?
দু'চার লাইনের গান বেঁধে দাও, সাম্যবাদের গান,
বেশী করে লিখো বাংলার বুকে মমতার অবদান
সে কি শান্তিতে কোন নোবেল-টোবেল পাবার মত কি নয়?
তুমি তো বলেছ দুর্গার মত দিদির পূজাও চলবে রাজ্যময়
সে কি সস্তা দরের গাঁজার ছিলিম টেনে?
ভাবলাম তুমি জ্যোতিষী হয়েছ
আঁতেল হবার গুণে!
সিবিআই দেখো ছেলেধরা হল গুমর কচ্চে ফাঁস
ভাঙচুর কিছু চালিয়েছি বটে, চালাব আরেক মাস!
তবে কাজের কাজতো হচ্ছে না কিছু
মোদী ব্যাটা বড় গোঁয়ার,
কি করে যে একে ল্যাঙ মারা যায়
শালা আস্ত একটা শুয়ার!
শঢ়ি,
পাব্লিক প্লেসে গালাগাল দেয়া হয়েছে স্বভাবদোষ
স্বভাবটা আর যাচ্ছে না ছাই, পুষে রেখে আক্রোশ
হার্টের ব্যামো বাড়াতে চাইনে তাই মুখে যা-তা আমি বলি,
ওসবে বিশেষ যায় আসে না তো, বাঙালির গালাগালি-
যুগ যুগ ধরে সংস্কৃতিরই অঙ্গ!
গালাগালিটাই বীর বাঙালির
রস-রসিকতা-রঙ্গ!
আদভানি বাবু, রাজনাথ সিং বিজেপির হাল ধরো
মোদীকে তোমরা সরাও জলদি, আমাকে রক্ষা করো!'
_______________________________
দিদি বলেছেন- বিজেপির ক্ষমতায়ণে তার আপত্তি নেই। কিন্তু মোদীকে দিয়ে চলবে না। আদভানি বা রাজনাথ সিং আসুক তার আপত্তি নেই! বামেরা বলছে তিনি গুপ্ত আঁতাত চালাচ্ছেন! "কত রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাইরে!''

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...