সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭

যদি ভেসে যেতে

ভেসে যাবার সময় আমাকে আঁকড়ে ধরেছিলে।
আমি বলতে ভুলে গেলাম- 'স্রোতস্বতী,
ডুবে যাবার চাইতে ঢের ভাল ভেসে যাওয়া!'

অতলে নেমে যাওয়া ঘূর্ণিজল, আমি ক্লান্ত অনেক,
তোমাকে এনেছে টেনে দখিণ মন্দ হাওয়া,
তুমি টেরই পেলে না গো, নিমজ্জনের মন্ত্রাভিষেক
কবে হল শুরু! এর আছে কিনা শেষ?


এসো আমার তামস-উৎসারিত বুকের প্রকোষ্ঠে
দেখো ওষ্ঠপুটে ধরেছি ত্রিংশবর্ষ যৌবন বিষ,
গ্রহণ করেছ যতটুকু, ততোধিক মৃত্যুকে করেছ বরণ!

তোমার মৃগনেত্রা মুখে পড়ে এলানো চাঁচর কেশ
আমাকে সে বাঁচতে বলে- আমার অনেক নিদ্রা করেছে হরণ
তার সুরভির কিছু কিছু অভিসন্ধি এসে।

ডুবে যেতে চাও কেন?
শ্রেয়স্কর হত প্রিয়া যদি যেতে ভেসে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...