যদিও ভাঙা ভেন্টিলেটরে বোনা চড়ুইয়ে বাসা হয়ে
একটা সুপরিমিত আয়ুষ্কাল কবিতায় বড় সম্ভব।
কিন্তু তবুও যে অনেক অনেক বেশী 'কিন্তু' এসে যায়-
Hunger defines us and above all earthily animosities
বলে দেয় চড়ুইয়ের যে বেঁচে থাকা তাদের পাখায়,
যেখানে- মানুষ যেখানে বাঁচে আদমের পাপে,
হাওয়ার গর্ভে বাঁচে আশা-নিরাশায়!
Even a brute possesses a heart,
But not worthy to beget a poem!
What brings differences between men and snakes?
Poems are failed to hide venom and blame-
We equally share!
তবুও অনেক মানুষ সাজার বাক্যে মনুষ্যত্ব ভারী,
আমাদের ইতিহাস -সুলভ মূল্যবোধে বেচা নরনারী
আছে বিকিয়ে দেয়ার-
হাটে সুবস্ত্রাচ্ছাদিত হয়ে মুখোশের পিছে!
সবাই তলিয়ে যায়, ধীরে ধীরে, অতি ধীরে
মানুষের চেহারা ধরে পশুদের নীচে!
Where devils dare to live, yet there,
I seek sovereignty of thousand years,
A poetry cottage and a moonlit sky
Inestimable dreams and constant tears-
বেদনার অববাহিকা হোক অযাচিত জন্মের যন্ত্রণা বয়ে,
চড়ুইয়েরা সুখে আছে, তারা যেন সুখী হয় মানুষ না হয়ে!
একটা সুপরিমিত আয়ুষ্কাল কবিতায় বড় সম্ভব।
কিন্তু তবুও যে অনেক অনেক বেশী 'কিন্তু' এসে যায়-
Hunger defines us and above all earthily animosities
বলে দেয় চড়ুইয়ের যে বেঁচে থাকা তাদের পাখায়,
যেখানে- মানুষ যেখানে বাঁচে আদমের পাপে,
হাওয়ার গর্ভে বাঁচে আশা-নিরাশায়!
Even a brute possesses a heart,
But not worthy to beget a poem!
What brings differences between men and snakes?
Poems are failed to hide venom and blame-
We equally share!
তবুও অনেক মানুষ সাজার বাক্যে মনুষ্যত্ব ভারী,
আমাদের ইতিহাস -সুলভ মূল্যবোধে বেচা নরনারী
আছে বিকিয়ে দেয়ার-
হাটে সুবস্ত্রাচ্ছাদিত হয়ে মুখোশের পিছে!
সবাই তলিয়ে যায়, ধীরে ধীরে, অতি ধীরে
মানুষের চেহারা ধরে পশুদের নীচে!
Where devils dare to live, yet there,
I seek sovereignty of thousand years,
A poetry cottage and a moonlit sky
Inestimable dreams and constant tears-
বেদনার অববাহিকা হোক অযাচিত জন্মের যন্ত্রণা বয়ে,
চড়ুইয়েরা সুখে আছে, তারা যেন সুখী হয় মানুষ না হয়ে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন