বুধবার, ৫ এপ্রিল, ২০১৭

তা কি অজানা তোমার?

কিছু জ্বালা নির্বাপিত হলে পৃথিবী বঞ্চিত হয় শ্রেষ্ঠ কিছু কবিতা থেকে। 
কিছু প্রেমিক নির্বাসিত হলে কিছু প্রেমিকার প্রেম হয় অমর অক্ষয়! 
আমি চাই আগুন জ্বলুক, আমি চাই- আমি না থাকি তার ধারেকাছে, 
আমার স্বেচ্ছা নির্বাসনে তাবৎ পৃথিবীর কিছু ক্ষতি হয় বা না হয়- 
তোমার ক্ষতির বুকে কবিতার পাপড়ি খুলুক- এ আমি বেশী করে চাই! 

আমি পুড়ি বা না পুড়ি, তুমি পুড়ে ছাই হয়ে যাও, অঙ্গার উড়ুক পথে, 
আমি চাই, এ আমি খুব খুব চাই, আমি চাই সঘন আষাঢ় দিনে জৈষ্ঠের মত 
তোমার ভেতর থাক প্রখর রোদ্দুর, কপালে স্বেদবিন্দু, অন্তরে পিয়াস 
তুমি বয়ে যাও চাতকের মত, আমি কবিতার চকোর হয়ে চাঁদের সমুদ্দুর 
পাড় ধরে ডিঙি বেয়ে যাব- তাতে হয়ত কোনদিন দেখা হয়ে যাবে দু'জনার! 

দেখা হলে কবিতা শুনিয়ো দু'চার ছত্র, চোখে তুমি রেখো না দু'বিন্দু অবশেষ; 
পাথরের কাছে ঘা'এর মূল্য আছে, জলকণা অর্থহীন- তা কি অজানা তোমার? 



৩১ মার্চ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...