বহুবার হৃদয়ের অভিযানে হেরে গিয়ে
আমি অনুভব করি- আমি কোন তথাগত বুদ্ধ নই!
আমি বড়জোর কোন অমেরুদন্ডী কবি-ফবি হব,
-অসমর্থ কাপুরুষ, যে জানে না শস্ত্র হাতে নিতে
ফুল তার কাছে এক গুচ্ছ প্রেমের অজুহাত!
আমি অনুভব করি- আমি কোন তথাগত বুদ্ধ নই!
আমি বড়জোর কোন অমেরুদন্ডী কবি-ফবি হব,
-অসমর্থ কাপুরুষ, যে জানে না শস্ত্র হাতে নিতে
ফুল তার কাছে এক গুচ্ছ প্রেমের অজুহাত!
আমি বলি- যে শান্তিবার্তা পারে না অশান্তি ঘুচাতে,
যে প্রেমের বুলি ব্যর্থ হয়ে ফিরে আসে যুদ্ধের কাছে, সে যাক নির্বাসনে!
দু'টো দানবকে প্রেম দেখাতে গিয়ে আমি চাই না দু'শো লোক
পুড়ে মরে যাক- অমন প্রেমে আমি মুত্রপাত করি বলে ভদ্রলোক নই,
অমন ভদ্রলোক হবার জানি না কি মানে আছে এই দুনিয়ায়?
অভদ্রলোকের দস্তাবেজে আমার টিপসই-
তাই জ্বলজ্বল করে।
যে প্রেমের বুলি ব্যর্থ হয়ে ফিরে আসে যুদ্ধের কাছে, সে যাক নির্বাসনে!
দু'টো দানবকে প্রেম দেখাতে গিয়ে আমি চাই না দু'শো লোক
পুড়ে মরে যাক- অমন প্রেমে আমি মুত্রপাত করি বলে ভদ্রলোক নই,
অমন ভদ্রলোক হবার জানি না কি মানে আছে এই দুনিয়ায়?
অভদ্রলোকের দস্তাবেজে আমার টিপসই-
তাই জ্বলজ্বল করে।
যার শিশ্ন উত্থানে অক্ষম আজকে সে-ই সাজে সবচে' সংযমী পুরুষ,
আহামরি জিতেন্দ্রিয়, আর যার উত্থান হয় সে হয়- অতি অভিশপ্ত প্রাণী!
এই সমাজে ক্লীবরা শিল্পী হবে, ক্লীবরা হবে সমাজের পথদ্রষ্টা,
নপুংসকেরা হবে কামজয়ী ঋষি, গুপ্ত-স্ত্রৈণরাই হবে ধর্মগুণে জ্ঞানী!
অমন জ্ঞানীর মুখে বাতকর্ম সেরে আমি আর কোন সভ্যলোক নই!
আহামরি জিতেন্দ্রিয়, আর যার উত্থান হয় সে হয়- অতি অভিশপ্ত প্রাণী!
এই সমাজে ক্লীবরা শিল্পী হবে, ক্লীবরা হবে সমাজের পথদ্রষ্টা,
নপুংসকেরা হবে কামজয়ী ঋষি, গুপ্ত-স্ত্রৈণরাই হবে ধর্মগুণে জ্ঞানী!
অমন জ্ঞানীর মুখে বাতকর্ম সেরে আমি আর কোন সভ্যলোক নই!
যে সমাজে ধর্ষকের বিচার করে ধ্বজভঙ্গের দল
সে বিচারে আমার অনাস্থা চির অক্ষয়!
সে বিচারে আমার অনাস্থা চির অক্ষয়!
এপ্রিল ১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন