জীবন নদীর ঢেউ দুরে যায় বয়ে
দুরুদুরু দোলা দেয় জোরে ওঠে ঝড়।
আবেগের মাপকাঠি ক্রমে যায় ক্ষয়ে
ধীরে ধীরে ভেঙে পড়ে গড়ে তোলা ঘর।।
তবুও আকাশ কাঁদে, পাখি গায় গান
বাতাসে পরাগ ভাসে নতুনের খোঁজে।
বারুণী পুকুর ঘাটে রোহিণীর স্নান
আড়ালে আমিও দেখি, দেখি চোখ বুজে।।
ভ্রমরটা মরে যাক বেঁচে থাক ফুল
বাঁচুক রূপের ছটা অমাবস রাতে।
বিচার সে পরে হবে পাপ না কি ভুল
আমার দু'হাত বাঁধা আঁধারের হাতে।।
একদিন সহসা-ই মনে ধরে ঘুন
রোহিণীর রূপ আছে, ভ্রমরের গুণ।।
_______________________
এটা শেক্সপীয়রিয়ান সনেট। এর বিন্যাস হল- কখকখগঘগঘ, চছচছজজ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন