নিজের বৃত্তে নিজেই বন্দী
নিজের সাথে নিজের যুদ্ধ
নিজের সাথে নিজের সন্ধি
এই তো আছি বেশ।
তুমি এলে বুকের ভেতর,
হঠাৎ নিরুদ্দেশ!
জীবনজুড়ে শনির দশা
উড়ছে মাছি ঘুরছে মশা
ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি
দারুন দুঃখ ক্লেশ!
ঘুম পাড়ানির গান শোনালে
সকল দুঃখ শেষ!
আমি ছিলাম আমার মত
বক্ষে আমার বিষের ক্ষত
আগলে রেখে অনন্তকাল
শেষ রাগিণীর রেশ।
ঝড়ের মেঘে ভাসছে দেখি
মুক্ত তোমার কেশ!
কণ্বমুনির ক্ষুদ্র কুটির
শকুন্তলার ভানে
তুমি ছিলে উদাস হয়ে
একান্তে আনমনে।
ঘড়ঘড়িয়ে রথের চাকা
আমি এলাম ছুটে
দস্যু আমি চিরটা-কাল
সব নিয়েছি লুটে!!
কবি আমি মানুষ আমি
তাই মেনেছি হার
তোমার কাছে সব দিয়েছি-
আমার ব্যথার ভার!
এ জীবনে না পাই যদি
একটি ফুলের মালা
জীবন ভরা ভুলের সাজি
তোমায় শকুন্তলা
দিয়েই যাব দম্ভভরে
এই করেছি পণ!
পুড়ুক পুড়ুক আরো পুড়ুক
এমনি পোড়া মন!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন