কাকে খুঁজছি, কেন খুঁজছি আমি জানি না
শুধু জানি আমি বহুদিন ধরে খুঁজছি।
এই শহরের আনাচে কানাচে, দেয়ালেরও শুনি অনেক কান আছে
আমি সব দেয়ালের- গা ঘেঁসে দাঁড়িয়ে কাঁদছি
আমি পাগলের মত বহুদিন ধরে কাঁদছি।
নিথর দেয়াল শ্রবণশক্তিহীন
মানুষেরা কেন মিছে কথা বলে পথে পথে ঘুরে ভাবছি।
সার্সন রোড আঁধার গলিতে, প্যারেডের মাঠে, লরি ও ট্রলিতে
বাসে রিকশায়, ওয়াসার মোড়ে, পাথরঘাটায়, পাথর ও বালিতে
আমি কৈশোর থেকে ছুটছি,
একজোড়া চোখ খুনে চোরাবালি
আমি তলে তলে তাতে ডুবছি!
আসকারদীঘি, বলুয়ারদীঘি, লালদীঘি থেকে চেরাগী পাহাড়
পারকীর চর, পতেঙ্গা বিচ, কর্ণফুলির সোঁদা দুই পাড়
আমি তোলপাড় করে একাকার করে ফেলেছি।
আমার শহর আমার নগর এত ভাল যাকে বেসেছি
সেও যে এখন খা-খা করে দূর আকাশে
নেটওয়ার্কহীন দূরাভাষে- দূর থেকে আমি কত কথা তাকে বলেছি
সেই চোখ আজও ভুলতে পারিনি, নাকি অল্প একটু ভুলেছি
সেটুকু এখন বিরাট প্রশ্ন তোলে!
এই চট্টলা, আমতলা, বটতলা, হাজারী গলির হাজার আঁধার ভুলে
কাকে যেন আমি খুঁজছি, খুঁজছি শুধু খুঁজছি, দিন দিন আমি খুঁজছি
আমার ভেতর অতীতের কোন বোঝা বয়ে আমি ক্লান্ত
মাঝ দুপুরের যৌবনে আমি ধুঁকছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন