রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

তোমাকে পেলাম

আমি জানি আজ এই গোটা আকাশটাই আমার
আমি বুক ভরে নিশ্বাস নেব, বাতাস দিয়েছে দাসখত
সে এখন আমার অধিকারে, আমি জানি, আজ জানি
এই তারাগুলো সব আমার জন্য জ্বলে, উল্কারা ছোটে
আমার অন্বেষণে! পৃথিবীর সকল সত্য, যাবতীয় বিপর্যস্ত মত
সব আমার পক্ষে আজ, আমি জানি!
জানি আজ তোমাকে পেলাম!

জানি তুমি বিহ্বলা, বিগত তন্দ্রা হয়ে চাঁদ দেখ
আমি জানি পরিত্যক্ত ভীতি ও বিরহ তোমাকে পোড়ায়
একান্তে আমার মত, অথচ দেখো আজ আমি নির্ভার!
দেখো আমি আমার আমিত্ববোধ তোমাকে দিয়েছি
তাই আজ যা কিছু ছিল চোখ বুজে হারাবার
আমি তার সবই যে পেলাম।
আমি তোমায় পেলাম!

আমি জানি দুনিয়া নিজের নিয়মে ঘোরে।
অথচ সে আজ থমকে যেতে পারে তোমাকে ভালবাসি বলে
সব শেকলবৃত্তের বাইরে গিয়ে মারাত্মক প্রেমের জোরে
জানি তুমি আমি মরতেও পিছপা হব না একসাথে।
আমি জানি আজ এই বিরহের বিতস্ত্র মধ্যরাতে
সব কথা আমাদের হবে নিতান্ত আমার
কারণ আমি আজ তোমাকে পেলাম!

আমি আজ সবই যে পেলাম
তোমাকে পেলাম নিবিড় বেদনাতে
যেন কয়েক জন্ম পর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...