রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

আলো জ্বেলো

তোমাকে আমার চাই।
চাওয়াটুকু অপরাধ নয়। হতে পারে নির্বুদ্ধিতা।
হতে পারে অবোধের অসীম বিলাপ,
কবিতার অপলাপ। ওগো দীপান্বিতা
তবু বলি- আলো জ্বেলো।

আঁধার শরীরে এক টুকরো আলোক দেখে পতঙ্গের মত
আমি ধেয়ে আসি। হতে পারে এ পিপাসা পরম মৃত্যুর
তবু জানি শান্তি পাব। ওগো দীপান্বিতা তবু কিছু সুধা ঢেলো
অধরে অধরে। হতে পারে এক বিন্দুধার দূরাগত বিধুর 
অবিনাশী প্রেমিকের মোক্ষের ধন!

ওগো দীপান্বিতা, তবু বলি দ্বার খোলো।
আমি স্খলিত হই বোধিদ্রুমের তলে আগুনের হল্কা দেখে
তোমার গলিতচিকুরে অথবা আলুলায়িত অঞ্চলে।
একদিন হে তপস্বিনী, তপস্যা ভোল।
এ আহবানে পাপ কিছু নেই!

ওই যারা প্রাগৈতিহাসিক আছে, মিথ্যাকে সত্য বলে
তাদের কথাকে আমি এতকাল মেনে ধ্যানস্থ ছিলাম।
ছিলাম চোখের কোনে প্রেমাশ্রু হয়ে তোমার কপোল বেয়ে
গঙ্গার মত পূতসলিলা আমি নেমে গেছি তিরতির করে।
ক্রন্দসী, কি সাধনে বল আমি তোমাকে পেলাম?

আজ শুধু তোমাকে একান্তে চাই,
জনান্তিকে, সঙ্গোপনে বাসনার নাগপাশে।
এ আহবানে পাপ কিছু নেই।

অনন্ত লজ্জার রাত্রি, জানি মুখ লুকোতে চাও
তবু বলি- আলো জ্বেলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...