রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮

শকুন্তলা - ২

তবু কোন অন্ধজনে ভালবাসা দিয়া
নয়ন হইলে প্রিয়া সংসারের পথে।
কি সুখেরে বাঞ্ছা করি নিজেরে বাঁধিয়া
সারথী হইতে চাহ দারিদ্র্যের রথে?
এত প্রেম বক্ষে যদি দিয়াছিল বিধি
কেন না করিল তবে তিলমাত্র কৃপা!
কেন বা কাড়িয়া নিবে সর্বস্ব নিধি
ঈশ্বরের দয়াপাত্র কেন এত মাপা!

যাহারে চাহিয়াছিলে দুই বাহুডোরে
সে জন ঘুমায়ে রহে বিটপীর ছায়ে
অস্তগামী দিনমণি প্রেমরিক্ত করে
জাগাইতে ব্যার্থ যারে উষ্ণতার ঘায়ে!
কেন হৃদে শকুন্তলা আকুলিয়া কাঁদ?
দূরের দূষ্মন্ত্যে কেন এত প্রেমে বাঁধ?

____________________
কখকখগঘগঘ চছচছজজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...