শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮

মাতৃঅঙ্ক

অতন্দ্র খুঁজিয়া ফিরি আপনার স্থানটুকু,
জন্মলব্ধ সম্পদ মম যাহা লভিয়াছি বিধাতার বরে,
জন্মান্তরের তপে, যাহাতে মোর নিশ্চিন্ত অধিকার
বাঁধিবার ক্ষীণ বাহুডোরে- তাহাই খুঁজিয়া ফিরি।
নৈশব্দ রাত্রির দেশে খুঁজিয়া ফিরি তায়,
শৈশবের শয্যামাঝে অনন্ত নিঃসঙ্গতা অসীম-
আঁধার বুকে নিঃশঙ্ক ঘুমায়। নক্ষত্র জাগিয়া রয়-
দূর নভে একা, আমিও জাগিয়া রই খুঁজিতে সে ঠাঁই
জনমের কোলখানি বুঝি আর নাই।

___________________________
৪ঠা ফেব্রুয়ারী, ২০১৫।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...