শেষ পর্যন্ত আমি নিজেকে মুক্ত করেছি প্রিয়।
এই অত্যাধুনিক কবিতার যুগে জীবনানন্দ নিষ্প্রয়োজন!
নিতান্ত নিষ্প্রভ ন্যাকামি ছাড়া কিছু নয়। জানি যদিও
বক্তব্যে অনেক কিছুই সহজ কিন্তু করে ফেলা দুষ্কর।
দু কদম এগিয়ে চলা কবিতা ছাড়া অনেকাংশে আত্মহনন!
অনেকাংশে অসম্ভবপর!
তবুও মুক্ত করেছি প্রিয়।
রাশি রাশি অলীক আবেগ আবহ নিয়ে হৃদরোগে ভুগি।
এইসব যা-তা না লিখেও তো চলা যায় অনায়াসে ভালো।
তবুও কেন যে কিসের মোহাবর্ত টানে প্রগলভতার পথে
যা কিছু প্রকৃত আঁধার তাই লাগে আলো।
জানো আমি আজ ছ'টা মাস সঙ্গীতহীন?
মন্দ্র সপ্তকে সুরের গাঁথুনি ওঠে কেঁপে। অথচ একদিন
এখানেই আমি জীবিত ছিলাম অকৃত্রিম প্রেমে
পৌষের হিমবাহে, জ্যৈষ্ঠের তাপে
এই মহাবোধিদ্রুমে, বিলম্বিতে লীন।
চুলোয় যাক কবিতা ফবিতা সব!
আমি আজ নিজেকে মুক্ত করেছি প্রিয়!
অবসন্ন আবেশের বিমূর্ত বিসংবাদে জমা হাহারব
বাজুক সঙ্গীতে। ঢের ভাল! কবিতা মরুক!
আমি সুখী হব। তুমি সুখী হয়ো
হাতে রেখে হাত!
লক্ষ জোনাকি রাত জেগে থাক তানপুরা নিয়ে!
কবিতাটা যাক!
(অসমাপ্ত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন