চরমতম অপরাধ- ভালবাসি বলে
আমাকে ফাঁসীতে ঝোলাও, মেরে ফেলো, পাথর ছোড়ো;
তবু বিচ্ছেদ দিও না হৃদয় থেকে হৃদয়ের
আমি খুব কষ্ট পাব!
খুব কোমল-
ছত্রাকের মত গজিয়ে গেলাম স্যাঁতস্যাঁতে মাটিতে,
তোমাদের ইচ্ছে অনিচ্ছের থোড়া-ই তোয়াক্কা করে
তোমাদের সাধের সংসারে, সমাজ, প্রথা ও বিনষ্ট আচারে
একটু নাড়া দিলাম, তোমাদের বিভোল শিরা ও ধমনীতে
ঈষৎ আগুন দিলাম ঢেলে হোলির রঙের মত দারুন উল্লাসে!
অমার্জনীয় অপরাধ, আমার দারিদ্র্যতা!
আমাকে শূলে দাও, পুড়িয়ে মারো, ঢালো শরীরে পেট্রোল,
যে সমাজে চিত্তহীনেরা বিত্তবান সে দেশে এই হওয়া ভাল
তবু হৃদয়কে হতে দাও প্রেমের ভিখারী!
আসমুদ্রহিমাচল প্রেমের কল্লোল
নইলে থমকে যাবে!
আমাকে ফাঁসীতে ঝোলানো হোক- ভালবাসি বলে,
তারপর ভাসিয়ে দিও কর্ণফুলির জলে বিজন দুপুরে
নইলে সে লাশ খাবে শেয়ালে কুকুরে নির্ঘাত,
ভালবাসা হল এক হীনতম অপরাধ
পূর্বকৃত অজানিত পাপ কর্মফলে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন