রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

পাগল হব

তোমাকে ভালবেসে পাগল হব!
আমার ভূতপূর্ব চৌদ্দপুরুষে কেউ পাগল না থাক!
ক্ষতি নেই! এবার আমিই হব!
অত্যন্ত পাগল! এবং শুধু তোমার জন্যই হব!
এতটা ভালবাসব, এতটা প্রচণ্ডতা থাকবে, তীব্রতা থাকবে
সে ভালবাসায়- তুমি ভাবতে পারবে না!
আমার সমস্ত বৈভব তুলে বৈতরণীর ঘাটে, মেধা ও প্রতিভাকে,
যাবতীয় অহং, আভিজাত্য, গৌরব- হাসরের মাঠে
ছুঁড়ে দিয়ে আমি কেবল ভালবাসব, ভালবাসব
এবং ভালবাসতেই থাকব তোমাকে!

এতটাই উন্মত্ত হব- তুমি বিরক্ত হয়ে যাবে
এতটাই সবল বাহুবন্ধন, এতটাই অবিচ্ছিন্ন থাকবে 
তুমি হাসফাস করবে! তুমি গরমে ঘেমে যাবে!
আমি সমুদ্রে নেমে যাব, গভীর জোয়ারে!

পাগল হব! সত্যি বলছি পাগল হব!
এ ছাড়া বাঁচার কোন বিকল্প নেই! যত জীবন পরিকল্পনা
অলীক কল্পনার মত, দূর ছাই, ভেস্তে যাচ্ছে, যাক যাক, চুলোয় যাক!
তুমি থাকো, আমি পাগল হব! হবই হব-
তোমাকে ভালবেসে এ জীবনে অন্তত একবার, ঝড়ো কাকের মত
বিরোধী হাওয়ায় ডানা মেলে দেব, দুর্বার, আকুল নীড়ের টানে
আমি কোথায় হারাব- জানি না!

তুমি থেকো, জানালা খুলে রেখো, আমি পাগল হব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...