রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

সত্য প্রেম

আমি সবটুকু বলতে পারি না।
কেন না সত্য প্রেম অব্যক্ত থাকে।
কেন না সত্য প্রেম অসংজ্ঞায়িত।
আমি সবটুকু বোঝাতে পারি না।
জীবনটা অনুক্ত সংলাপের বোঝা
যার প্রতিটি শব্দ গেছে তোমার পদাঙ্ক ধরে
দিশাহারা পথে।
কেন না হৃদয় বিপথগামী!
কেন না সত্য প্রেম মানে বিপদগ্রস্ততা!
আমি আর ছাড়তে পারি না।
জমে যাওয়া কান্নায় নেশা ধরে গেছে।
কান্নার প্রতিটি বিন্দু গেছে বিপর্যয়ের দেশে
আঁচলের হাওয়া লেগে বিরানভূমিতে।

দিনান্তের ঝাপসা মেঘে চোখ ডুবিয়ে দিই।
যা কিছু ডুবে গেছে এভাবে ধীরে ধীরে
তার সবটুকু মনেও পড়ে না।
কেন না স্বপ্নেরা বিস্মরণীয়।
কেন না আকাশ বদলে যায় আকাশের মত
সে যদিও অস্থির তবুও অনপেক্ষ।
আমার ব্যতিক্রম।

আর আমি মরতে পারি না।
চলমান মৃত্যু হয়ে তোমাকে জড়াই।
হৃদয় আর মস্তিষ্কের ক্রুর দ্বন্দে এই যেন মনে হল
তোমাকে পেলাম, এই যেন মনে হল
তোমাকে হারাই।
হারাই হারাই- যেন এটুকুই সত্য বোধ
বাকি সমস্ত পরশ সুখ, বাঁধভাঙা অনুরোধ
সংযত হবার- সব মিথ্যে ছিল!

মনে হল পুড়ে যাওয়াটাই প্রেম।
আর বেশী কাছে না এলেই ভাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...