রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

অঘোরপ্রশ্ন

আমি তো সত্য, প্রেম, দয়া ও ক্ষমার ননীর পুতুল হয়ে ছিলাম!
আমি কি খন্ড খন্ড, উচ্ছিষ্টের মত অপাংক্তেয় হয়ে অবশেষে একদিন
দ্রোহের দাক্ষিণ্য পাইনি নরজনমের নির্দয় জতুগৃহে?
প্রবল মানবিক মূল্যবোধ ও ভালবাসা জাতীয় উৎকট উন্মাদনা আমাকে কি
ডুবিয়ে দেয়নি দুখের আবহে? আমি কি অতল জলধিনিমগ্ন চরম বিভগ্ন
রণতরীর হতশ্রী মাস্তুলের মত তাকিয়ে নেই তলদেশ থেকে উর্দ্ধনেত্র হয়ে
নির্নিমিখ? আমি কি আকুল তরঙ্গভঙ্গ শুনি না আর?
আমি কি শেষ কল্পনাযোগ্য বিপর্যয়ের বিরূপাক্ষ হয়ে স্ব-পিণাকে আত্মসংহার-
উদ্যত হয়ে বসে আছি জলন্ধরের জেলখানায়? অথবা ধ্যানস্থ ভৈরব!
কলঙ্ক-বিভূতিভূষিতাঙ্গ আমি প্রণয়পন্নগ কন্ঠে আমার ধরে;
আমি কি বসে আছি বিরিঞ্চির কোটিকল্প ব্যাপী নগাধিপতির শিরে
সায়েন্স ফিকশন হয়ে উন্মাদের প্রায়?

আমি কি প্রস্তরস্তম্ভ? আমি কি জগদ্দল দম্ভ? আমি কি মানুষ নই?
আমি কি স্নেহহীন অনাকাঙ্ক্ষিত অন্ত্যজ বিরুৎ গুল্মের মত বেড়ে চলেছি
সর্বংসহা মৃত্তিকার কোলে নিয়মিত নিগ্রহে? আমি কি মানুষ নই?
আমি কেন জননীর অঙ্ক পতিত হয়ে আছি? আমি কেন এতটা দুরত্বে বাঁচি?
আমি কেন প্রতিটি যামিনী সলিলস্নাত হই? অথবা ক্রমবিকশিত হতাশা
কেন আমার শয্যা নেয় লুটে? প্রতিটি অতন্দ্র ক্ষণ বিকট সংকটে
আমাকে পিষে পিষে মারে? কেন? আমি কি মানুষ নই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...