রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

এটা ছিল ভুল

সুরঞ্জিতা,
দুম করে বিয়ে করে ফেললে।
আমি বলেছিলাম 'এটা হবে ভুল'
তুমি বলেছিলে আকাশটা কত সুন্দর
পৌষের পথ ধরে ফোটা ভাটফুল
এসব দেখেই কাটিয়ে দেবে একটা জীবন
একান্তে নীলের সাথে!
ভালবেসে ভাল থাকা যায় বনে বনে ঘুরে
নল দময়ন্তীর মত, সব বাধা ছুঁড়ে
নিভৃতে দুটো প্রাণ দারুন আশায়, 
খুব ভাল থাকা যায়
পাখির বাসায় দুটো খড়খুটো এনে,
দুটো খুদ কুড়ো খেয়ে!
আমি বলেছিলাম- 'সুরঞ্জিতা, এটা হবে ভুল!'

এখন তো লেগে থাকে প্রতিদিন কলহ বিবাদ
প্রত্যাশার আগাছায় ঢেঁকিগেলা সাধ ঢেকুর তোলে!
সন্দেহ- মন, দেহ সব কিছু ছিঁড়ে ছিঁড়ে খায়
ঘুন ধরা বাসনার ঘুর্ণিত পাকে কিছু কথা মনে পড়ে যায়
আর শুধু মনে হয় 'দূরে যাই চলে-
নীল শুধু ডুবে যাক নীলের অতলে!'

বাচ্চাটাকে কোথায় নেবে বল?
সে তো প্রতিক্ষণে বেড়ে ওঠে যুদ্ধের মাঝে, ফ্যালফ্যাল চোখে
তারও তো কান্না পায়, ভয় লাগে বুকে।
সে তো কিছুই বুঝে না সে কি করে বা এলো;
কার কত ভালবাসা, কত ভুল ছিল
যার ঈপ্সিত ফলাফলে- সে আজ মানুষ!
বাচ্চাটাকে কোথায় নেবে বল?

টেনে টেনে সংসার- কুকুরের লেজের মত
যত টানো মনে হয় তবু বেঁকে যায়!
আমি তো বলেছিলাম- 'সুরঞ্জিতা ভুল হবে বড়'
তুমি হেসে বলেছিলে 'সে আমার দায়
তুমিও তোমার মত যাও বিয়ে কর
সুখী হও, আমি রব নীলনদে পদ্মের মত।"
নীল এসে বলেছিল সে আজ আহত
কবিতাশূণ্য হয়ে নেশায় গোঁঙায়!

সুরঞ্জিতা,
দুম করে বিয়ে করে ফেললে।
আমি বলেছিলাম, 'এটা হবে ভুল!'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...