রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

প্রেমপ্রাপ্তি

কি সুখে গো হৃদয়রাণী ভিখারীরে ভালবাস
ত্যাজিয়া কুলের মান, ধরমের নীতি
আপন বৈভব বিভা, স্বজনের প্রীতি
ভুলিয়া কিসের ভ্রমে মুচকিয়া হাস?
যবে আমি পথপাশে ভিক্ষাপাত্র হাতে
জাগিতেছি প্রতিক্ষণ অমানিশি রাতে
কি প্রমাদে দেবী মোর আসিলে হেথায়?
প্রেমকুম্ভ পূর্ণ সুধা ঢালিলে নিঃশেষে
সবই তার বরিয়াছি প্রবল ক্ষুধায়!
বহুকাল বঞ্চিত মম হৃদয়ের আশা
সঞ্চিত গুপ্তধনে যবে দেখি কালসর্প বাসা
বাঁধিয়াছে পরম যতনে,
ভাবিলাম- ঈশ্বরের ইচ্ছা যাহা
থাক তাহা ঈশ্বরের মনে
আমি যাই আপন বেগে আঁখি যেথা ধায়
তুমি কেন আসিলে গো ছুটিয়া হেথায়
বাঁধিবারে মৃত্যুপথিকে!

দেবী মোর, 
রাজ রাজেশ্বরী, মানস মরাল কুঞ্জে
গাহিতেছিলে গান, নড়িতেছিলে নব আম্রপল্লব
সুরের আবেশে তার, ধরণীর সর্বসুখ দোদুল্যমান
হেরি ভ্রমর গুঞ্জে, বেদনা নবীন নব
কাঁদিয়া মরিতেছিলে পরাণে আমার
তুমি আসি হাত দুটি বাড়ায়ে তোমার
কেন বলিলে গো 'ভালবাসি'
দাঁড়ায়ে সমুখে?

বল কি দিয়া বরিব দেবী সাধনার ধনে?
জন্ম জন্ম তপফল লভিয়া নির্জনে
কি করিব? কোথা যাব? রাখিব কোথায়?
আমি যে নিরাশ্রয়, অনিকেত দীন 
আমার সর্বস্ব যাহা ভিক্ষার ঝোলায়
তাহা বড় অপ্রতুল সৃজিতে সংসার
ভালবাসা ভিন্ন তোমা কি দিব গো আর?
আমি যে হতেছি ক্ষয়, ক্রমশ মলিন
দীর্ঘপথ ঘুরিয়া মরি দারুণ ধুলায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...