আমার হৃদয় আছে।
এতটুকু দিয়ে অনেক কিছুই দুষ্প্রাপ্য এখানে।
এই সামান্য সম্পদে বেঁচে থাকা দায়।
বেঁচে থাকা সুকঠিন প্রতিক্ষণ লোকসানে
জীবনটা ভারী হয় হৃদয় বোঝায়!
তবুও বাঁচতে হয় ভালবাসি বলে।
খুন করা এর চেয়ে শ্রেয়তর অপরাধ,
অমোচনীয় পাপ, দু'চোখের জলে
যায় না তো মুছে!
তবুও বেঁচে থাকি।
আত্মহত্যা? সে তো অসাধ্য! দুষ্কর!
নয়তো কবেই হত সে মহাপূণ্য কাজ
অতঃপর মিলে যেত অফুরন্ত অবসর,
আকাশের মাঝবুকে তারকার সাজ-
পেলে আমি সুখীই হতাম!
তুমি কেন এত ভালবাস?
আজ আমার কেন এত মৃত্যুতে ভয়?
তুমি কেন অমনি করে প্রাণখুলে হাসো?
আমারো যে থেকে থেকে প্রবল ইচ্ছে হয়
হাসিটাকে বুকের ভেতর বাঁধি।
অনেক কষ্টে কাঁদি।
তুমি যদি দেখে ফেলো! কি জানি কি হয়!
(অসমাপ্ত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন