কৃষ্ণপক্ষ আঁধার করেছে কুঞ্চিত কালোকেশে
দীঘল রজনী প্রাণের বঁধুয়া সেই কেশ ভালবেসে
উতলা হয়েছি, উজাড় করেছি যত প্রেম ছিল বুকে
গহীন মনের জ্যোছনা দেখেছি ভুলে যাওয়া সেই মুখে
গভীর নিশীথ বেলা;
দূর সাগরের উজানী বাতাস এলোচুলে করে খেলা
আমি বিস্ময়ে চেয়ে রই, তুমি বলেছিলে প্রিয়া হেসে
'চুপ করে কেন? দুটো কথা বল। দুটি ক্ষণ কাছে এসে।'
আকাশে তারার মেলা
বিস্মৃত কোন অতীতের দুখে ছিঁড়ে ফেলা ফুলমালা
মাঝেমাঝে খুব কাঁদে, আমাকে ভাবায় নিদারুণ তাপে
তাসের দূর্গ বাঁধে, ক্ষণভঙ্গুর জীবন তরণী অজানিত অভিশাপে
তটে একা বসে থাকে।
এতকাল পরে মনে কি পড়ল ভুলেছিলে সেই যাকে
যে পুরুষ ছিল গত জনমের পিয়াসী প্রবল প্রেমিক
যে ছিল তোমার আঁচলে বন্দী, উদাসী, দিগ্বিদিক-
যে শুধু খুঁজেছে পাগলের মত তোমার হাসির মাধুরী
যে পুরুষ ছিল ক্ষতবিক্ষত বিঁধিয়ে প্রেমের ছুরি
গোপন হৃদয়যন্ত্রে
কি করে ভুলেছ সেই অভাগারে? কোন সে যাদুর মন্ত্রে?
এর উত্তর আমি খুঁজি
কেন তুমি এত দেরী করে এলে?
খুব ব্যস্ততা ছিল বুঝি!
(মুক্তকছন্দ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন