রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

নষ্টসত্য

শোন অনিমেষ, নষ্টসত্য শোন-

যেখানে আমি যুক্তির বিপরীতে উদ্যত চাপাতিকে দেখেছি,
যুক্তিখন্ডিত হতে দেখেছি মানুষের কঠিন মাথায়!
রক্তকে ভাসতে দেখেছি বুড়িগঙ্গার মত ঘরের মেঝেতে
আর টিএসসি, বটমূল, খোলা রাস্তায়; একটা একটা খুন-
নাস্তিক নির্মূল! ধার্মিক জনতার বক্ষভার নেমে আসে!
তারা বলে – “আলহামুদুলিল্লাহ! আরেকটা শেষ!”
সে দেশ আমাকে কি ভব্যতা, সভ্যতা শেখাবে? 
আমার সোনার দেশ? জানতে চেয়ো না আর-
সে তো কয়লার আস্তরণে কবে ডুবে গেছে,
পতাকায় ওড়ে দেখি কয়লার ধুল!

যেখানে ধর্মীয় বক্তব্য মানে পরধর্ম মুন্ডপাত,
অপরকে কাফের ও পুতুলপূজারী বলে নিকৃষ্টকরণ!
জনপদে জনপদে সংখ্যালঘুর হ্রাস, দিনরাত-
আতঙ্ক নিয়ে যেখানে স্বাধীনতা কম্পিত মানুষের দেহে
সে দেশে কি ধর্ম নিয়ে বেঁচে থাকি- বল অনিমেষ?
যেখানে ভন্ড, ভন্ডতর আর ভন্ডতমরা বুদ্ধিজীবির সাজে,
আঙুল চোষার নীতি আউরে চলে সো-কলড ‘সুশীল সমাজ’,
যেখানে চাটুকার পেয়ে যায় কবির খেতাব অনায়াসে,
ওলামার দল প্রকাশ্যে দাবী করে পবিত্র ঈমানী কাজ-
পাঠ্যসূচী থেকে সরিয়ে ফেলো হিন্দুর লেখা! ঈমানী হুংকার,
নড়ে ওঠে পোড়া রাজপথ, সুশীলেরা চুপ, ধার্মিকেরা ঠিক পথে আছে!

মালাউন মুক্ত বাংলা চাই!
অনিমেষ আমার রক্ত হয়ে গেছে সাপের মত লজ্জাশীতল!
আমার স্নেহের বন্ধুও আমাকে পিঠ চাপড়ে বলে ‘মালুর বাচ্চা’!
দেশ এতটা উন্নতির দিকে গেছে! জানি না কোন জন্মের  
কোন কৃত কর্মফল- আমাকে দিয়েছে আস্তাকুঁড়ে ছুঁড়ে! 
যেখানে মানবিকতা অর্বাচীনের কথা, মনুষ্যত্ব বিচার্য্য হয় ধর্মচিহ্নে, 
যে দেশ পশ্চাৎগামী, এখনো ঘুমিয়ে যে পাঁচ শতাব্দী দূরে
সে দেশ আমাকে কি সুন্দর স্বপ্ন দেখাবে বল?

যে দেশে যুক্তি মানে ধর্ম যা বলে তা,
যে দেশে বিজ্ঞান মানে যা কিছু ধর্মগ্রন্থে লেখা
যে দেশে সু-সংস্কৃতির সবকিছু ‘হারাম’ ও ‘নাপাক’
গণতন্ত্র-টনতন্ত্র নাটুকে সংলাপ, অসাম্প্রদায়িকতার বুলি ভালো প্রহসন-
ক্ষমতা পেলে যে কেউ বলে যেখানে প্রভুর খুশী যখন তখন,
তারপর মণ্ডপে মণ্ডপে মূর্তিনিপাত, হিন্দুরা ভাল আছে!
হিন্দু হওয়ার পাপ- কাঁধের ওপরে ভারী অপমান ক্লেশ
আমি সাড়ে সাতাশটা বছর যে দেশে বয়ে বেড়াই
সে দেশে কি দেশপ্রেম বল, বল অনিমেষ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...